ক্যাম্পাস প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণার পর অনশন ভেঙেছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় পানি পান করিয়ে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।
উপাচার্য বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যায় পরদ বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে; বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; একইসঙ্গে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ইউজিসি।
বিডিবিএন২৪/আরডি
