পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) করার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। এর বাইরে কোনো ধরনের সার্ভিস চার্জ, কমিশন বা অন্য কোনো নামে অতিরিক্ত টাকা আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৮ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে কোনো তফসিলি ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নিতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নিয়ম অনুযায়ী ডলার এনডোর্সমেন্টের ফি সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন হারে চার্জ আদায় করছে। এমনকি ফি ছাড়া আলাদা করে সার্ভিস চার্জ বা কমিশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা বিদেশ ভ্রমণের প্রয়োজনেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নিতে নিরুৎসাহিত হচ্ছেন।

সার্কুলারে আরও বলা হয়, গ্রাহকবান্ধব ব্যাংকিং নিশ্চিত করতে এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহিত করতেই এই সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র একবারের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করা যাবে। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ গ্রাহকের ওপর চাপানো যাবে না।

প্রসঙ্গত, ঈদের ছুটির বাড়তি চাপ সামাল দিতে অন্যান্য সরকারি অফিসের মতো শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল কেন্দ্রীয় ব্যাংক। এ দিনই উক্ত সার্কুলারটি জারি করা হয়।

বিডিবিএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.