নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়ার অভিযানে মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে ৭০০ পিস ইয়াবা ও ১,৭৬,৬৫০ টাকা নগদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আসামি মোঃ মাসুদুর রহমান (৪৮), পিতা মৃত আহসান উল্লাহ, মাতা মোছাঃ আক্তার
বানু, সাং-গোবিন্দপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া তাঁর নিজ বসতঘর তল্লাশি করে এসব মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি নং-১০(ক) ও ২৬(১) ধারায় মিরপুর থানায় একটি নিয়মিত মামলা নং-০২, তারিখ: ২ জুন ২০২৫ দায়ের করেছেন পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডিবিএন২৪/আরডি

