নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার ঘোষিত দলে ফিরেছেন লিওনেল মেসি। আর দীর্ঘ ৭ মাস পর জাতীয় দলে ফিরেই দলের সাথে যোগ দিয়েছেন এই মহাতারকা।
এর আগে গত মার্চে ফিফা উইন্ডোতে ইনজুরির কারণে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলে ছিলেন না মেসি। তবে তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দাপুটে জয় পায় আর্জেন্টিনা।
জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন মেসি। আলবিসেলেস্তেদের সাথে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসেন মেসি।

সবশেষ কলম্বাসের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। যেখানে দুই গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন এলএম১০। তার নৈপুণ্যেই পয়েন্ট টেবিলের ছয় নম্বর থেকে তিনে উঠে এসেছে মেসি।
উল্লেখ্য, কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমানে আর্জেন্টিনা আছে শীর্ষে। এখান থেকে শীর্ষ ৬ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের বিশ্বকাপে। ফলে ২০২৬ বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত বলা চলে আর্জেন্টিনার।

আসন্ন ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে এখনো ধোয়াশা কাটেনি। তবে সেদিকে আপাতত নজর দিচ্ছেন না আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মেসির ফেরাটাই তাদের কাছে সবচেয়ে বড় আশার।
বিডিবিএন২৪/আরডি
