
বার্তা কক্ষ, বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ একজন আটক হয়েছে।
গতকাল ১৬ই জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল কবির (ক-সার্কেল) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: নূরনবী, মোঃ রাশেদুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, আয়মান ইসলাম আকন্ত, মামুন রহমান ও বিলাস কুন্ডু দেব এদের সমন্বয়ে একটি টিম গঠন করে কুষ্টিয়া সদর থানাধীন মোল্লাতেঘোড়িয়া গ্রামের জজপাড়া থেকে ৩০ (ত্রিশ) পিচ
ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫,০০০/(পনের হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী হলেন, মো: মহিবুল ইসলাম (২৭), পিতা: মৃত আলিম উদ্দিন, মাতা-মোছা: মর্জিনা খাতুন, সাং: মোল্লাতেঘোড়িয়া হাজীপাড়া, কুষ্টিয়া পৌরসভা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন নাগরিক বলেন এই দোকানে বিক্রির কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত এভাবে মাদক যারা বিক্রি করে তাদেরকে ধরিয়ে দেওয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন মা বলেন, এই দোকানে মাদক বিক্রির কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমার সন্তানের সাথে আমার প্রতিদিন ঝামেলা হয়। এই দোকানদার আটক হয়েছে আমি অনেক খুশি হয়েছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ মহিবুল ইসলাম (২৭) তার নিজ দখলিয় দোকান ঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরনীর ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে, যার মামলা নং ২১।
বিডিবিএন২৪/আরডি

