
মির্জা মিসুক,প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া পৌর বাজার এলাকা থেকে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে রাতেই গড়াই নদীর পাড়ে নিয়ে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজিবির কর্মকর্তারা জানান, এসব অবৈধ জাল মাছের জীববৈচিত্র্য ও নদীর পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই এসব জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ব্যাপারে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, “আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছি যাতে কেউ দেশের জলজ সম্পদ ধ্বংস করতে না পারে।”
স্থানীয় সচেতন মহল বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নদী রক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
বিডিবিএন২৪/আরডি

