
চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযোজনের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি প্রদান এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জুন) কুষ্টিয়া ডিসি কোট চত্বরে চাপড়া ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে অনেকে ব্যবসা-বাণিজ্য করে আসছেন বাধবাজার এলাকায়। এছাড়াও অনেক ভূমিহীন মানুষ রয়েছেন যারা জিকের জায়গার উপরে দীর্ঘ ৪০ ৪৫ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানের নোটিশ পেয়ে দিশেহারা তারা।
নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি রক্ষায় সরকারের প্রতি উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, আমাদের এখান থেকে উঠিয়ে দিলে আমাদের যাওয়ার কোন জায়গা নেই, এখান থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাবো?কি করে খাবো? কিভাবে বাঁচবো?
বিডিবিএন২৪/আরডি

