
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাছ-উদ রুমি সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ছাত্র জনতা ও সর্বস্তরের জনগনের আয়োজনে সেতুর টোল প্লাজার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২ ঘন্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ
রাখা হয়। কুমারখালীর এনসিপির যুগ্ম-সমন্বয়ক আলী খানের ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজিত এই কর্মসুচী পালিত হয়।
পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম ২ দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।
এসময় বাংলাদেশ জামায়েত ইসলাম কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, এনসিপি নেতা আলামিন হোসেন আকাশ, আশিকুর ইসলাম আশিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডিবিএন২৪/আরডি


