
চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর জমির উদ্দিন হত্যা মামলার প্রধার আসামি সহ ০৩ জন আসামি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার
সুদীপ্ত সরকার পিপিএমের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল এবং মিরপুর থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় মিরপুর গ্রামের আমবাড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিটন এলাকার মোঃ সোনারুল ইসলামের ছেলে আনিচুর রহমান অনিক(২৩),একই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম(২৩), মোঃ নিমাই চাঁদের ছেলে
মোঃ নাঈম খান(২৩)।
র্যাব সুত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিটন গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মিটন গ্রামের জমির উদ্দিনকে হত্যা করে আসামীরা। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২, তারিখ ০১ জুলাই ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ০১ জুলাই ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান ১নং এজাহার নামীয় আসামিসহ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রাম হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডিবিএন২৪/আরডি


