নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪
সময়ের পরিক্রমায় অনেকের কাছেই প্রথম পছন্দে এখন হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানে ব্যক্তিগত, অফিস কিংবা ব্যবসায়ীক যেকোনো প্রয়োজনে বার্তা আদান-প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টস পাঠাতে ব্যবহার করা হয় প্লাটফর্মটি।
এদিকে এই অ্যাপটি আগামী ৫ মে থেকেই নির্দিষ্ট কিছু মোবাইল ফোনে আর ব্যবহার করা যাবে না। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ মে থেকে পুরনো আইফোনের আইওএস সংস্করণে চলমান ফোনগুলোয় আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, আধুনিক বিশ্বে অগ্রসরমান প্রযুক্তি ও ক্রমবর্ধমান সাইবার অপরাধের জগতে ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে আইফোনের পুরোনো সংস্করণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ক্ষেত্রে আগামী ৫ মে থেকে আইফোনের আইওএস ১৫.১ বা এর পরবর্তী ভার্সনে ঠিকই হোয়াটসঅ্যাপ ব্যববার করতে পারবেন ব্যবহারকারীরা। কিন্তু এই সংস্করণের আগের সংস্করণ থাকা ফোনগুলোয় ব্যবহার করা যাবে না।
অ্যাপলের নতুন এই সিদ্ধান্তের কারণে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলগুলোয় প্রভাব পড়বে। এসব মডেলের ফোনগুলোকে ইতোমধ্যে অ্যাপল অপ্রচলিত হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এসব মডেলের ফোনগুলোর হার্ডওয়্যার পরিষেবা বা প্রতিস্থাপনের যন্ত্রাংশ অ্যাপলের কাছে পর্যাপ্ত নয়।