
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই ছবি তৈরি করতে পারবেন। কোনো আলাদা অ্যাপ কিংবা সফটওয়্যারের প্রয়োজন হবে না। নতুন এই সুবিধাটি চালু করেছে ওপেনএআই, যারা চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান।
এই সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রথমেই +১ (৮০০) ২৪২-৮৪৭৮ নম্বরটি ফোনে সেভ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে এই নম্বরে ‘Hi’ লিখে একটি বার্তা পাঠাতে হবে। বট স্বয়ংক্রিয়ভাবে একটি নিরাপদ লগইন লিংক পাঠাবে, যার মাধ্যমে ব্যবহারকারী তার ওপেনএআই অ্যাকাউন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করতে পারবেন।
একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে, যেকোনো টেক্সট প্রম্পট বা বিবরণ পাঠিয়েই ছবি তৈরি করা যাবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখতে পারেন, “মেঘলা আকাশে রোদ ঝলমল সূর্যোদয়ের ছবি তৈরি করো।” এরকম একটি নির্দেশনা অনুযায়ী কয়েক মিনিটের মধ্যেই চ্যাটজিপিটি একটি কৃত্রিম ছবি পাঠাবে।
চ্যাটজিপিটির এই ছবি তৈরির ক্ষমতা মূলত ওপেনএআইয়ের ডাল-ই মডেল থেকে এসেছে। এটি ব্যবহারকারীর পাঠানো প্রম্পট বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ছবি আঁকে। তবে, বিনামূল্য ব্যবহারকারীদের জন্য প্রতিদিন একটি ছবি তৈরির সুযোগ থাকছে। যারা অ্যাকাউন্ট লিংক করে ফেলেছেন, তারা তুলনামূলক বেশি ছবি তৈরি করতে পারবেন।
সব ডিভাইসে এই ফিচার এখনো পুরোপুরি চালু না হওয়ায় অনেক ব্যবহারকারী সংযুক্ত হতে সমস্যায় পড়তে পারেন। ওপেনএআই জানিয়েছে, এই সুবিধাটি এখনও ধাপে ধাপে চালু হচ্ছে, তাই সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়েছে। ছবি তৈরির পাশাপাশি, হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির আরও অনেক সুবিধা ব্যবহার করা যাবে। যেমন: ইনস্ট্যান্ট রেসিপি জানানো, লেখা প্রুফরিডিং, ক্যাপশন তৈরি, বা মেইল খসড়া তৈরি—সবই এখন চ্যাটজিপটির মাধ্যমে সম্ভব।

