‎যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪





‎পর্তুগালের জার্সিতে কদিন আগেই নেশন্স লিগের শিরোপা জিতেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেগা এই ইভেন্টের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননা পর্তুগিজ মহাতারকা। তাই নিজেকে সম্পূর্ণ ফিট রাখতেই ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সিআরসেভেন।

‎২০২৩ সালের শুরুতে আল নাসরে যোগ দেন রোনালদো। তবে আড়াই বছরে ক্লাবটির হয়ে তিনি মেজর কোনো শিরোপা জিততে পারেননি। তাই অনেকেই ভেবেছিলেন মৌসুম শেষে সৌদি আরবের পাট চুকিয়ে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে অন্য ক্লাবে না গিয়ে, নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।

‎অনেকেরই ধারণা ছিলো, লোনে হলেও নতুন কোনো দলে যোগ দিয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন রোনালদো। কিন্তু, সমস্ত গুঞ্জন উড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত আল নাসরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতোদিন মুখে কুলুপ এটে রাখলেও, চুক্তি নবায়নের পর সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন ৪০ বর্ষী রোনালদো।

‎আল নাসরের সোশাল প্লাটফর্মে প্রকাশিত এক ভিডিওতে রোনালদো বলেন, ‘ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু আমার বিশ্রাম প্রয়োজন। লম্বা একটা মৌসুম আসছে। ফিফা বিশ্বকাপ রয়েছে। আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই। শুধু আল নাসর নয়, জাতীয় দলের জন্যও।’

‎ক্রিশ্চিয়ানোর কথায় স্পষ্ট, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখতেই ক্লাব বিশ্বকাপে খেলার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে আল নাসরের হয়ে ট্রফি জয়ের ক্ষুধাও। এক আরব চ্যাম্পিয়নস কাপ ছাড়া সৌদি ক্লাবটির হয়ে এখনও যে মেজর কোনো শিরোপা জিততে পারেননি।

‎রোনালদো বলেন, ‘সবশেষ মৌসুমের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ফ্যানদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হবো। সেজন্যই চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছি।’

‎আল নাসরের জার্সিতে ক্রিশ্চিয়ানোর গোল এখন ৯৯টি। এক হাজার গোলের মিশনে ছুটছেন দুর্বার গতিতে। এরইমধ্যে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৩৮’এ নিয়ে গেছেন। নতুন মৌসুমেও ছন্দ ধরে রাখতে চান পর্তুগিজ এই গোলমেশিন।

বিডিবিএন২৪/আরডি

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.