আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাচলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে সাধারণ ধারার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এছাড়াও, সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে এবং এর জন্য নতুন সময়সূচীও প্রকাশ করা হয়েছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় নির্দেশনা: * পরীক্ষার হলে অবশ্যই ৩০ মিনিট আগে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে।

* প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে। * প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোনো বিরতি দেওয়া হবে না। * পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। * শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের কাছে পাঠাতে হবে। * ওএমআর (OMR) ফরমে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে। * সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক এই তিনটি অংশেই আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।

* শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। * পরীক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আসনবিন্যাসের মাধ্যমে অন্য কেন্দ্রে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। * পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। * কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না। * একই হাজিরা পত্রে তিন অংশের (সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক) উপস্থিতি গণনা করতে হবে। * ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। * ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী: * ১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র * ১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র * ১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র * ২১ এপ্রিল: গণিত * ২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা) * ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি * ২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষিশিক্ষা/ সংগীত/ আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা * ২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং * ২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়)/পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ * ৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ * ৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়) * ৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি * ৭ মে: হিসাববিজ্ঞান * ৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয় * ১৩ মে: বাংলা দ্বিতীয় পত্র/ সহজ বাংলা দ্বিতীয় পত্রসকল এসএসসি পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.