মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতির কুষ্টিয়ার বাড়িতে গুলি বর্ষণ

চয়ন আহমেদ, কুষ্টিয়া :

কুষ্টিয়া শহরে এক ব্যবসায়িকের বাড়িতে দিনে দুপুরে গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেসময় ওই বাড়ির মালিক আব্দুর রশিদ বাড়ির বাইরে ছিলেন, তবে ঘটনার কিছু সময় পরই তিনি সেখানে উপস্থিত হন। গতকাল বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে শহরের গোশালা গলিতে এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার খাজানগরের বৃহত্তম চালের মোকাম রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে এক মোটরসাইকেলে দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি এসে আমার বাড়ির সামনে থেকে দুই রাউন্ড গুলি করে, এতে বাড়ির তিন তালার কাছের গ্লাস ভেঙ্গে যায়, এবং বাড়িতে যারা উপস্থিত ছিল সবার মধ্যে আতংকের সৃষ্টি হয়, বিষয়টি আমি জানার সাথে সাথেই প্রশাসনের সর্বস্তরেই জানিয়েছি। কি কারনে এমন ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি, আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এই হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে, টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল, জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্ন ভাবে তার ভাতিজা জিকুকে এবং আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও তাকে মুঠো ফোনে হুমকি দিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে আছি এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি আমরা সিসি ফুটেজ এবং বিভিন্ন আলামত সংগ্রহ করছি, প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.