নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বুধবার রাত ২ টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিবিএন২৪/আরডি


-
বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভমিছিল
চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির…
-
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য হানিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা, সন্তানদের সম্পদের নোটিশ
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে। ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তাদের সন্তানদেরও অবৈধ সম্পদের…
-
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান,ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে। রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বিকেল ৩টায় শেষ করে। এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল…