কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়া শহরের পশ্চিম কেনাল পাড়া এলাকায় দীর্ঘ ৮-৯ বছর ধরে চলমান মাদক ব্যবসা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, আলোচিত মাদক ব্যবসায়ী কামিনীর সহযোগী হিসেবে পরিচিত ফরিদা বেগম (সুমির মা) তার বাসায় নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচা চলে। বিশেষ করে সন্ধ্যার পর যুবক বয়সের ছেলেরা মাদক কিনতে আসে, যা এলাকার পরিবেশকে নষ্ট করছে।
অভিযোগ রয়েছে, ফরিদা বেগমের তিন ছেলে তিনজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়রা বহুবার এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে বললেও উল্টো হুমকির শিকার হয়েছেন।

এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে এই মাদক ব্যবসা বন্ধ হয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।
বিডিবিএন২৪/আরডি

