নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর ‘সংখ্যা গায়েব’ হওয়ার গুঞ্জনে উত্তাল স্থানীয় জনসাধারণ। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধারের তথ্য ছড়ালেও, মামলায় উল্লেখ করা হয়েছে মাত্র ৫০ পিস ইয়াবার কথা। এতে জনমনে তৈরি হয়েছে সন্দেহ ও ক্ষোভ। সচেতন মহলে চলছে সমালোচনার ঝড়।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের পৌরসভার বাড়াদি উদিবাড়ি এলাকায়। ৪ জুন সকাল ৬টার দিকে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপ্লব হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আটক হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত ছিল। অভিযানের সময় বিপ্লবের বাড়ি থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে বলে দাবি করছেন একাধিক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী।
পরে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে দেখা যায়, মাত্র ৫০ পিচ ইয়াবা উদ্ধারের উল্লেখ করা হয়েছে। এই গরমিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকে অভিযোগ করছেন, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বড় একটি অংশ মামলা থেকে বাদ পড়েছে এবং সেই ইয়াবাগুলো রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়ে গেছে।

এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, “আমরা অভিযানে গিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছি। মাদক উদ্ধারের তথ্য সঠিকভাবেই মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা লেনদেন বা ইয়াবা গায়েবের গুঞ্জন সত্য নয়।”
তবে স্থানীয় বাসিন্দারা এই বক্তব্যকে মানতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, “বিপ্লবের বাড়ি থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার হয়। আমরা নিজের চোখে দেখেছি। পরে কীভাবে ৫০ পিচে নামিয়ে আনা হলো, তা বোধগম্য নয়। এটা তো জনসাধারণের সাথে প্রতারণা।”

আরও বিস্ময়কর তথ্য সামনে এনেছেন অভিযানের ‘সাক্ষী’ হিসেবে ব্যবহৃত মো. নাহিদ হাসান। তিনি বলেন, “আমি অভিযানের সময় ঘটনাস্থলে ছিলাম না। রাস্তায় হাঁটছিলাম, সেখান থেকে ধরে নিয়ে হুমকি দিয়ে জোর করে আমাকে সাক্ষী বানানো হয়েছে। আমি কোনো কিছুই দেখি নাই, শুধু সই করেছি ভয় পেয়ে।”

এই ঘটনায় কুষ্টিয়ার সচেতন মহলে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, আইনশৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। এমন ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক পারভীন আক্তারের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নাই।
বিডিবিএন২৪/আরডি

