কুষ্টিয়ায় বিসিকের উদ্যোগে চামড়া সংরক্ষণ বিষয়ক প্রচারণা ও বিনামূল্যে লবন বিতরণ

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

পবিত্র কোরবানিকে সামনে রেখে বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ে এর পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক কৌশল ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করা হয়েছে।

এ সপ্তাহে বিসিক কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দ বেশ কয়েকটি পশুর হাটে বিসিকের সঠিকভাবে চামড়া সংরক্ষণ পদ্ধতি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সুবিধাজনক স্থানে ব্যানার টাঙিয়ে দেন সেখানে গরু প্রতি ৮ কেজি ও ছাগলপ্রতি ৪ কেজি লবন এবং এ সংক্রান্ত লিফলেট বিতরণ করে।

বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক মো: আশানুজ্জামান, উপব্যবস্থাপক সোহেল রানা, বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সরকারের বরাদ্দকৃত লবণ জেলা প্রশাসন কুষ্টিয়ার কর্তৃক বিতরণ কার্যে বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়া বিভিন্ন রকম সহযোগিতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেন।

দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য চামড়া রক্ষণাবেক্ষণে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক মো: আশানুজ্জামান জানান- দেশের অন্যতম রপ্তানি পণ্য চামড়া। পবিত্র কোরবানিকে উপলক্ষে করে স্বল্প সময়ে সবচেয়ে বেশী চামড়া এ সময় সংগ্রহ করা হয়। এসব চামড়া সঠিকভাবে ছাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য ক্রেতা পর্যায়ে সচেতনতা তৈরী করতে এ প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে শিল্প মন্ত্রনালয় ও বিসিক। তিনি বলেন, ক্রেতারা সচেতন হলেই মানসম্মত চামড়া আহরণ করা সহজ হবে এবং তা রপ্তানি করে কাংখিত বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে। এ বছর ৩৫’টি মাদ্রাসা ও এতিমখানার অনুকূলে ৯০ টন শিল্প লবণ বন্টন করা হয়েছে।

বিডিবিএন২৪/আরডি

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.