চয়ন আহমেদ,, কুষ্টিয়া জেলা প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
মানবতার জয় হোক’ অসহায়ত্ব দুর হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় “একটু পাশে দাঁড়াই” সামাজিক সংগঠনটি ঈদ সামগ্রী বিতরণ করেছে।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে, বৃহস্পতিবার (০৫ জুন) বিকেল ৫টার দিকে জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে একটু পাশে দাঁড়াই এর আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একটু পাশে দাঁড়াই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। সার্বিক সঞ্চালনা করেন একটু পাশে দাঁড়াই সংগঠনের আজীবন সদস্য তারিকুল ইসলাম শেখ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একটু পাশে দাঁড়াই সদস্য শিমুল আহমেদ, ডা: জাহাঙ্গীর আলম শিপলু, শাহ আলম লিটন, এস আই স্বাধীন, তারিকুল ইসলাম, ইলিয়াস আহমেদ জুবায়ের, শাহিন আহমেদ। এছাড়াও আড়িয়া ইউনিয়ন এলাকার রেনিস, ইনজাল হোসেন, আব্দুর রশিদ পিয়াদ্দার, তরুন সমাজ সেবক হেলাল আল মামুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শহর যুবদলের আহবায়ক ও একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, যারা সমাজের অবহেলিত তাদের অসহায়ত্ব দুর করতে ২০১৪ সালে আমাদের সংগঠন একটু পাশে দাঁড়াই এর পথ চলা শুরু হয়েছে। অসহায়, দুস্থদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরের ন্যায় এ বছরেও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ’ ঈদ মানে খুশি, গরীব, দুস্থদের পাশে দাড়ানোর মধ্যে দিয়ে প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।
বিডিবিএন২৪/আরডি


