
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
ঝিনাইদহ -৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মালিকানাধীন বিলাসবহুল টয়োটা ল্যান্ড ক্রুজার (এলসি ৩০০) ঢাকা মেট্রো ‘ঘ’-১২-৬০৬০ নাম্বারের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়ায়।
কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে অবস্থিত সাফিনা টাওয়ারের গ্যারেজে গাড়িটি দীর্ঘদিন ধরে পার্কিং করা অবস্থায় রয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

তদন্তে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী, মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দামো: মুস্তাফিজুর রহমান উক্ত টাওয়ারের ইউনিট ১০২, ১০৪ ও ৪০১ এর সাথে তিনটি গাড়ির পার্কিং স্পেস গত ১লা ফেব্রুয়ারি ২০১৫ থেকে ভাড়া নিয়ে আসছেন।
বর্তমানে গাড়িটি মো: মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসে আছে।বিশ্বস্ত সূত্র জানায়, গাড়িটি সর্বশেষ ব্যবহার করতেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ। কুষ্টিয়ার দশ মাইল এলাকায় অবস্থিত ‘জিএলটি টোবাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার তিনি।
মো. মুস্তাফিজুর রহমান ওই প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত বলে জানা যায়।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন প্রয়াত সাবেক এমপির বিলাসবহুল গাড়ি কিভাবে কুষ্টিয়ায় এক ব্যক্তির ব্যক্তিগত গ্যারেজে দীর্ঘদিন ধরে পড়ে থাকে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন বিডি বাংলা নিউজ২৪ কে বলেন, “ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ির মালিকানা যাচাই ও গাড়িটির বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
বিডিবিএন২৪/আরডি

