
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার ভেড়ামারা সড়কের ৭ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও বসুন্ধরা গ্রুপের গ্যাস ভর্তি সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুন) এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য কুষ্টিয়া-ভেড়ামারা সড়কে যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিবিএন২৪/আরডি

