
বার্তা ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
হত্যা মামলায় সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে একাদশ জাতীয় সংসদের কুষ্টিয়ার দৌলতপুরের-১ আসন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ বুধবার (১৮ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার ভিকটিম ইলিয়াস হোসেন একজন ইলেকট্রিশিয়ান। দেশব্যাপী কোটা আন্দোলনের সময় মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলন চলছিল। গত বছরের ৪ আগস্ট এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম ইলিয়াস হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে স্থানীয়রা নিউরো সাইন্স মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। মাথায় গুলিবিদ্ধ থাকায় আইসিউতে অবজারবেশনে থাকাবস্থায় গত ৯ আগস্ট ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি আ ক ম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি আকম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়। আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছে দুদক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার পতনের দশ মাস পর মঙ্গলবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্র-জনতার গণআন্দোলনের বিভিন্ন ঘটনায় কুষ্টিয়াতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিবিএন২৪/আরডি

