
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দরবেশপুর গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে অনিতা মন্ডল (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিতা মন্ডল উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের সাধু চরণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে গৃহস্থালির কাজে গরুর খাবারের জন্য মেশিনে ঘাস কাটতে যান অনিতা মন্ডল। এ সময় মেশিনে বিদ্যুৎ সংযোগজনিত কারণে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
বিডিবিএন২৪/আরডি

