
রিয়াদ,বার্তা কক্ষ,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। আজ (শনিবার, ২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান নেতৃত্ব দেন।
এছাড়াও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানকালে প্রায় ৩৫টি ছোটবড় অবৈধ কাঁচা-ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের সময় ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন ঘর হারানো অনেকেই। তারা বলেন, ‘বাপ দাদার আমল থেকে এখানে বসবাস করি। পরিবারের মানুষগুলোকে নিয়ে এখন কোথায় থাকব? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। তবুও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বিডিবিএন২৪/আরডি


