
মির্জা মিসুক,প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা–সংক্রান্ত বিরোধে চাচিকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, মামলার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে একজন পুলিশ সদস্য ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কিশোর আসামিকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুন (৪৬)–কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ছেলে বাপ্পি হোসেন ২৮ এপ্রিল দৌলতপুর থানায় আলিম (১৪) কে প্রধান আসামি করে এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাধন কুমার মণ্ডল বলেন, “ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিডি বাংলা নিউজ২৪ কে বলেন, “গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডিবিএন২৪/আরডি


