৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।

এর আগে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দিয়েছেন তারা।

অধ্যাদেশ বলা হয়েছে, ‘সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে, ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্মে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন- তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।

দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বিডিবিএন২৪/আরডি

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
  • বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ‎মিছিল

    বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ‎মিছিল

    চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪ ‎ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।‎গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‎‎সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির…

  • স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য হানিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা, সন্তানদের সম্পদের নোটিশ

    স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য হানিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা, সন্তানদের সম্পদের নোটিশ

    নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ ‎ ‎ ‎‎কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে। ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তাদের সন্তানদেরও অবৈধ সম্পদের…

  • কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান,‎ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

    কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান,‎ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

    নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ ‎ ‎কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।  ‎‎‎রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বিকেল ৩টায় শেষ করে। ‎‎এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল…

  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

    দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

    ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ ‎ বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে মিরাজ-রিশাদরা।‎‎রোববার (১৩ জুলাই) আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের আগুনে বোলিংয়ে মাত্র ৯৪…

  • সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

    ‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ ‎বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।‎‎‎প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কর্মকর্তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।‎‎‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর…

  • কুষ্টিয়ায় তিন দফা দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, পৌর গেটে ময়লা ফেলে প্রতিবাদ

    কুষ্টিয়ায় তিন দফা দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, পৌর গেটে ময়লা ফেলে প্রতিবাদ

    ‎নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরসভা ভবনের প্রধান গেটে ময়লা-আবর্জনা ফেলে তারা এই কর্মসূচি শুরু করেন।‎‎প্রতিবাদে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কর্মরত রয়েছেন। একজন দিনমজুরের দৈনিক মজুরি নির্ধারিত থাকলেও, পৌরসভার…

  • পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

    পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

    ‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ ‎পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া শহর শাখা। ‎ ‎শনিবার বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  ‎ ‎এ সময় দেশব্যাপী…

  • ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার মশাল মিছিল

    ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার মশাল মিছিল

    ‎‎মির্জা আশরাফুজ্জামান,বিডি বাংলা নিউজ২৪‎ ‎ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা মশাল মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বড়বাজার এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ‎ ‎সমাবেশে বক্তারা…

  • দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : শিবির

    দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : শিবির

    ‎ জাবি প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪ ‎‎ ক্ষমতা পাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ শুরু করেছে। তারা ক্ষমতায় গিয়ে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, যেখানে তারা নিজের দলের লোককেই নিরাপত্তা দিতে পারে না। দেশের মানুষ খুনি-ধর্ষক-চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। ‎ ‎ ‎শনিবার (১২ জুলাই) সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর…

  • চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

    চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

    ‎ বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪ ‎‎ ‎‎দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে অভিনেত্রী এ সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয়, এ সিনেমা ছাড়াও টালিউডের জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।‎‎সম্প্রতি জয়া আহসান কাজ…

  • মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

    মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

    ‎ প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪ ‎‎অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে এ বিচার করা হবে। ‎ ‎আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ কথা বলেন আইন…

  • কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর টুটুল হ’ত্যা’ মামলার আসামি গ্রেফতার‎

    কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর টুটুল হ’ত্যা’ মামলার আসামি গ্রেফতার‎

    ‎‎নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪ ‎কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে জেলার ইবি থানা এলাকায় রাতের আধারে গুলি করে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম তদন্তপ্রাপ্ত আসামি মিলন (৩৭) নামের একজনকে গ্রেফতার হয়েছে।শুক্রবার (১১ জুলাই ২০২৫) র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে ও র‍্যাব সদর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া…

  • মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

    মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ‎‎নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪ ‎মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‎ ‎শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, “মিটফোর্ডে যে…

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.