
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা মোশারফ ব্যাপারীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্র জানায়, মোশারফ ব্যাপারী সম্প্রতি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং কখনো কখনো নিজেকে ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হিসেবেও পরিচয় দিতে থাকেন। এ নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গনে অসন্তোষ, বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়। তাকে ঘিরে এলাকায় গোপন উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তার গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মোশারফ ব্যাপারীর বিরুদ্ধে নেওয়া এ আইনি পদক্ষেপ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।
বিডিবিএন২৪/আরডি

